Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তাকর্মীকে বেঁধে বন্ধ পোশাক কারখানায় লুটপাট 

 

 

গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় থাকা একটি তৈরি পোশাক কারখানায় নিরাপত্তাকর্মীকে বেঁধে ভয়াবহ লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালামপুর এলাকায় অবস্থিত ‘ডিসক্রিট ফ্যাশন ওয়্যার’-এর কারখানায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, মালিকানার জটিলতার কারণে কারখানাটি প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কয়েকজন নিরাপত্তাকর্মী সেখানে নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন। ঘটনার দিন রাত আনুমানিক দেড়টার দিকে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানায় হানা দেয়।

 

সশস্ত্র ওই দুর্বৃত্তরা প্রথমেই নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ফেলে। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে মাটিতে ফেলে রাখে। এরপর তারা কারখানার বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়ে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

 

কারখানার পরিচালক মোহাম্মদ ইউসুফ খান জানান, দুর্বৃত্তরা অন্তত ১২টি উন্নতমানের সেলাই মেশিন, দুটি ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরার মনিটরসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।’

 

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। লুটপাটে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

নিরাপত্তাকর্মীকে বেঁধে বন্ধ পোশাক কারখানায় লুটপাট 

Update Time : ০২:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

 

 

গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় থাকা একটি তৈরি পোশাক কারখানায় নিরাপত্তাকর্মীকে বেঁধে ভয়াবহ লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালামপুর এলাকায় অবস্থিত ‘ডিসক্রিট ফ্যাশন ওয়্যার’-এর কারখানায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, মালিকানার জটিলতার কারণে কারখানাটি প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কয়েকজন নিরাপত্তাকর্মী সেখানে নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন। ঘটনার দিন রাত আনুমানিক দেড়টার দিকে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানায় হানা দেয়।

 

সশস্ত্র ওই দুর্বৃত্তরা প্রথমেই নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ফেলে। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে মাটিতে ফেলে রাখে। এরপর তারা কারখানার বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়ে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

 

কারখানার পরিচালক মোহাম্মদ ইউসুফ খান জানান, দুর্বৃত্তরা অন্তত ১২টি উন্নতমানের সেলাই মেশিন, দুটি ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরার মনিটরসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।’

 

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। লুটপাটে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।