Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তেলিপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত।

 

 

বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশু নিহত, আগুন দিল জনতা

গাজীপুর: বাসন থানা এলাকার তেলিপাড়া এলাকায় একটি তাকওয়া বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশু নিহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন চারজন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

 

 

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনাটি ঘটে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান একটি সিএনজিকে পেছন থেকে আসা বাসটি ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে যায়।

 

এ সময় সেটিতে চাপা পড়ে একটি শিশু নিহত হয়। ঘটনাস্থলে আরও চারজন আহত হয়েছেন।

তাদের সবাইকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। সেখান থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ফায়ার কর্মীরা বাসের আগুন নিভিয়ে ফেলে।

 

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি এও বলেছেন, ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তেলিপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত।

Update Time : ০৪:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

 

বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশু নিহত, আগুন দিল জনতা

গাজীপুর: বাসন থানা এলাকার তেলিপাড়া এলাকায় একটি তাকওয়া বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশু নিহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন চারজন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

 

 

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনাটি ঘটে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান একটি সিএনজিকে পেছন থেকে আসা বাসটি ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে যায়।

 

এ সময় সেটিতে চাপা পড়ে একটি শিশু নিহত হয়। ঘটনাস্থলে আরও চারজন আহত হয়েছেন।

তাদের সবাইকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। সেখান থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ফায়ার কর্মীরা বাসের আগুন নিভিয়ে ফেলে।

 

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি এও বলেছেন, ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।