বাঙালির হাজার বছরের সংস্কৃতি চিরায়িত উৎসব পহেলা বৈশাখ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
আজ সোমবার ১৪ এপ্রিল সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শোভাযাত্রাটি শেষ হয়। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পরে নানা সাজে সজ্জিত হয়ে সর্বস্তরের মানুষ বাংলা নববর্ষের আনন্দ উদযাপন করে।
পরে উপজেলা চত্বর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে সংস্কৃতি অনুষ্ঠানের শুভ সূচনা করে। পরে নাচ, গান, আবৃত্তি পরিবেশনের ফাঁকে ফাঁকে চোখ বেধে হাড়ি ভাঙ্গা খেলা প্রদর্শন করা হয়। বাদ্যযন্ত্রের তালে তালে বর্ষবরণ অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডাঃ আব্দুর রহিম সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে পল্লী বাজার উদ্বোধন শেষে পান্তা ভাত অনুষ্ঠান, বৈশাখী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক ও রাজনৈতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়।