পূর্বের শত্রুতার জের ধরে তাজিম হোসেন ফরহাদের উপর হঠাৎ হামলা করেছেন বলে জানা যায়। ১৭ এপ্রিল ২০২৫ইং রোজ বৃহস্পতিবারে জানা যায় যে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া,ধরমপুর, উওর ভবানীপুর (সর্দ্দার পাড়ায়) মোঃ আশরাফুল ইসলাম আরশেদ(৪৭) এর ছেলে ১৪-০৪-২০২৫ তারিখে বিকাল ৫ ঘটিকার সময় কাজ শেষ করে আসার পথে ভেড়ামারা থানাধীন হাওয়াখালী মাঠে বটতলার মাঠে দুরবীত্বরা ৭/৮ জন একত্রে হয়ে আমার ছেলে তাজিম হোসেন ফরহাদ এর উপর দেশীয় রান্দা, কাঁঠ,বাশ, লোহার পাইপ, রড দিয়ে সকলেই এলোপাতালি মেরে জখন করেন, তাজিম হোসেন ফরহাদ কে আহত অবস্থায় দেখে কিছু সাধারণ মানুষ তাহাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন, এবং তিনি থানায় যেয়ে তার ছেলে মোঃ তাজিম হোসেন ফরহাদ (১৮) কে পূর্বের শত্রুতার জের ধরে যাহারা তার উপর নিম্মম অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং প্রশাসনকে সুষ্ঠু তদন্ত করে সকলকে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ জানান। এলাবাসী ও জন-সাধারণ বলেন এধরনের হামলাকে আমরা সকলেই তীব্র প্রতিবাদ জানাই।