Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনে বাঁধা।গ্রেফতার-২

 

 

 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউপির সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধনের সময় হুমকি ও বাঁধা প্রদান করার অভিযোগে দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সোমবার ২১-এপ্রিল/২৫ বেলা ১১টার দিকে বিদ্যালয় সংলগ্ন বিবাদমান জমিতে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করতে গেলে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আটককৃতরা হলেন দূর্গাপুর গ্রামের রীনা বেগম (৫০) ও মিলি খানম (৪২)। আটক দুইজনসহ ফজলুর রহমান, মজিবর রহমান ও রাহাদগংদের নাম উল্লেখ করে প্রধান শিক্ষক নূর আলম সরকার বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছেন।

 

জানা যায়, সমসপাড়া মৌজার ১০৮০ খতিয়ানের ৩৪৪৯ দাগে ৩৩ শতক জমির মূল মালিক সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দানপত্র করেন। বিদ্যালয়ের নামে বিআরএস খতিয়ান বতর্মান আছে। সম্প্রতি বিবাদীরা বিদ্যালয়ের ওই জমি নিজেদের মালিকানা দাবি করে। এদিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ বৃদ্ধির জন্য একটি চারতলা ভবনের বরাদ্দ হয়। বরাদ্দকৃত ভবনটি নির্মাণের উদ্যোগ গ্রহণকালে উভয়পক্ষের মধ্যে বাধা বিপত্তি বাধে। তা নিরসনে গত ১৯ জানুয়ারি সরেজমিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকারি সার্ভেয়ার দিয়ে বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির সীমানায় লাল ফ্লাগ উড়িয়ে নির্ধারণ করেন। এসময় জমিতে থাকা গাছপালা কেটে নিতে ১ দিনের সময় দেন।

 

উদ্বোধনের দিন ২১-এপ্রিল/২৫ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মামুন গাইবান্ধা, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা,সেনাবাহিনী ও পুলিশ ফোর্সদের উপস্থিতিতে ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে বিবাদীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাঁধা দেওয়া চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

 

প্রধান শিক্ষক জানান,বিবাদীরা অযৌক্তিক এবং জোড়পূর্বক জমিটি দখলের ষড়যন্ত্র করে আসছে। তারা প্রায়ই শিক্ষক ও শিক্ষার্থীদের নানা ভয়-ভীতি, হুমকি দিয়ে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

 

লিখিত এজাহারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, নতুন এ ভবনটিতে এলজিইডি’র অর্থায়নে এক কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে চারতলা ভিত্তি দিয়ে এক তলার ৭টি শ্রেণিকক্ষের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনে বাঁধা।গ্রেফতার-২

Update Time : ০২:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

 

 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউপির সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধনের সময় হুমকি ও বাঁধা প্রদান করার অভিযোগে দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সোমবার ২১-এপ্রিল/২৫ বেলা ১১টার দিকে বিদ্যালয় সংলগ্ন বিবাদমান জমিতে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করতে গেলে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আটককৃতরা হলেন দূর্গাপুর গ্রামের রীনা বেগম (৫০) ও মিলি খানম (৪২)। আটক দুইজনসহ ফজলুর রহমান, মজিবর রহমান ও রাহাদগংদের নাম উল্লেখ করে প্রধান শিক্ষক নূর আলম সরকার বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছেন।

 

জানা যায়, সমসপাড়া মৌজার ১০৮০ খতিয়ানের ৩৪৪৯ দাগে ৩৩ শতক জমির মূল মালিক সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দানপত্র করেন। বিদ্যালয়ের নামে বিআরএস খতিয়ান বতর্মান আছে। সম্প্রতি বিবাদীরা বিদ্যালয়ের ওই জমি নিজেদের মালিকানা দাবি করে। এদিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ বৃদ্ধির জন্য একটি চারতলা ভবনের বরাদ্দ হয়। বরাদ্দকৃত ভবনটি নির্মাণের উদ্যোগ গ্রহণকালে উভয়পক্ষের মধ্যে বাধা বিপত্তি বাধে। তা নিরসনে গত ১৯ জানুয়ারি সরেজমিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকারি সার্ভেয়ার দিয়ে বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির সীমানায় লাল ফ্লাগ উড়িয়ে নির্ধারণ করেন। এসময় জমিতে থাকা গাছপালা কেটে নিতে ১ দিনের সময় দেন।

 

উদ্বোধনের দিন ২১-এপ্রিল/২৫ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মামুন গাইবান্ধা, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা,সেনাবাহিনী ও পুলিশ ফোর্সদের উপস্থিতিতে ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে বিবাদীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাঁধা দেওয়া চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

 

প্রধান শিক্ষক জানান,বিবাদীরা অযৌক্তিক এবং জোড়পূর্বক জমিটি দখলের ষড়যন্ত্র করে আসছে। তারা প্রায়ই শিক্ষক ও শিক্ষার্থীদের নানা ভয়-ভীতি, হুমকি দিয়ে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

 

লিখিত এজাহারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, নতুন এ ভবনটিতে এলজিইডি’র অর্থায়নে এক কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে চারতলা ভিত্তি দিয়ে এক তলার ৭টি শ্রেণিকক্ষের নির্মাণ কাজ সম্পন্ন হবে।