Dhaka ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাই রিপোর্টার্স ক্লাবের বাৎসরিক বনভোজন-২০২৫

 

 

কক্সবাজার, ২৫ এপ্রিল ২০২৫: ধামরাই রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে গতকাল, ২৪শে এপ্রিল ২০২৫, কক্সবাজারে এক আনন্দমুখর পরিবেশে বাৎসরিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে এই বনভোজনটি এক ভিন্ন মাত্রা পায় এবং সদস্যদের মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গাঢ় হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি তাঁদের পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করে বলেন, “সাংবাদিকরা সমাজের প্রতিচ্ছবি। তাঁদের শক্তিশালী লেখনীর মাধ্যমেই সমাজ এবং দেশের প্রকৃত চিত্র জনগণের সামনে উন্মোচিত হয়।”

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ আদনান এই বনভোজনের তাৎপর্য তুলে ধরেন। সমুদ্রের ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে তিনি বলেন, “ক্লান্তিকর কর্মজীবনের মাঝে এই বনভোজনের প্রধান লক্ষ্য হলো ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ আরও দৃঢ় করা।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে ক্লাব সদস্যদের কল্যাণে এ ধরনের আরও আকর্ষণীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

বনভোজনে অংশগ্রহণকারী সাংবাদিকরা দিনভর সমুদ্রের তীরে বিভিন্ন প্রকার খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, আবার কেউ সুরের মূর্ছনায় অবগাহন করেন। স্থানীয় সংস্কৃতি ও গান-নাচের মনোমুগ্ধকর পরিবেশ সকলের মন ছুঁয়ে যায়।

ক্লাবের সদস্যরা গতকাল ২৪শে এপ্রিল ধামরাই থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন এবং আজ সকালে সমুদ্র সৈকতে পৌঁছান। দীর্ঘ যাত্রার ক্লান্তি যেন মুহূর্তেই উড়ে যায় সমুদ্রের সৌন্দর্য্য আর সহকর্মীদের সান্নিধ্যে। বনভোজন শেষে সকলে আনন্দ আর স্মৃতি নিয়ে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তনের এবং পরবর্তীতে আবার নিজ নিজ কর্মক্ষেত্রে যোগদানের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ধামরাই রিপোর্টার্স ক্লাবের এই কক্সবাজার বনভোজন নিঃসন্দেহে সদস্যদের মাঝে এক নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা যোগাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

ধামরাই রিপোর্টার্স ক্লাবের বাৎসরিক বনভোজন-২০২৫

Update Time : ০২:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

 

 

কক্সবাজার, ২৫ এপ্রিল ২০২৫: ধামরাই রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে গতকাল, ২৪শে এপ্রিল ২০২৫, কক্সবাজারে এক আনন্দমুখর পরিবেশে বাৎসরিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে এই বনভোজনটি এক ভিন্ন মাত্রা পায় এবং সদস্যদের মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গাঢ় হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি তাঁদের পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করে বলেন, “সাংবাদিকরা সমাজের প্রতিচ্ছবি। তাঁদের শক্তিশালী লেখনীর মাধ্যমেই সমাজ এবং দেশের প্রকৃত চিত্র জনগণের সামনে উন্মোচিত হয়।”

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ আদনান এই বনভোজনের তাৎপর্য তুলে ধরেন। সমুদ্রের ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে তিনি বলেন, “ক্লান্তিকর কর্মজীবনের মাঝে এই বনভোজনের প্রধান লক্ষ্য হলো ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ আরও দৃঢ় করা।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে ক্লাব সদস্যদের কল্যাণে এ ধরনের আরও আকর্ষণীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

বনভোজনে অংশগ্রহণকারী সাংবাদিকরা দিনভর সমুদ্রের তীরে বিভিন্ন প্রকার খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, আবার কেউ সুরের মূর্ছনায় অবগাহন করেন। স্থানীয় সংস্কৃতি ও গান-নাচের মনোমুগ্ধকর পরিবেশ সকলের মন ছুঁয়ে যায়।

ক্লাবের সদস্যরা গতকাল ২৪শে এপ্রিল ধামরাই থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন এবং আজ সকালে সমুদ্র সৈকতে পৌঁছান। দীর্ঘ যাত্রার ক্লান্তি যেন মুহূর্তেই উড়ে যায় সমুদ্রের সৌন্দর্য্য আর সহকর্মীদের সান্নিধ্যে। বনভোজন শেষে সকলে আনন্দ আর স্মৃতি নিয়ে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তনের এবং পরবর্তীতে আবার নিজ নিজ কর্মক্ষেত্রে যোগদানের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ধামরাই রিপোর্টার্স ক্লাবের এই কক্সবাজার বনভোজন নিঃসন্দেহে সদস্যদের মাঝে এক নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা যোগাবে।