তুমি নিঃস্ব হয়ে যাবে একদিন, আমার প্রেমের অভিশাপ,
ভেঙে যাবে সব অহংকার, নিভে যাবে তুমার সোনালি স্বপ্নের প্রদীপ।
চাইনি কিছু, শুধু চাইতাম তুমার একটু ভালোবাসা,
সেই অভিমানে আজ আমি হারিয়ে গেছি একা।
তুমি নিঃস্ব হয়ে যাবে একদিন, আমার প্রেমের অভিশাপ,
জানি আসবে ফিরে, দিতে একদিন আমার প্রেমের প্রতিদান।
তুমি নিঃস্ব হয়ে যাবে, তুমি নিঃস্ব হয়ে যাবে,
একদিন আমার প্রেমের অভিশাপ।।
ভুলে গেছো আজ যে কান্না, আজ যে ভালোবাসার ব্যথা,
ভবিষ্যতের একলা রাতে, পুড়বে তুমার নিরবতা।
আমি আজ অচেনা পথের যাত্রী, মনে আগুনের দাহ,
তুমি ফিরবে নিঃশব্দ রাতে, খুঁজবে পুরনো প্রেমের ছায়া।
যখন ভাঙা হবে সব স্বপ্নের মিনার, হারাবে তুমার অহংকার,
তখন বোঝবে আমার ভালোবাসা, ছিল অমূল্য, ছিল অগাধ।
আমি তখন থাকবো না কাছে, থাকবো না তুমার পথ চেয়ে,
শুধু বাতাসে ভেসে আসবে—আমার সেই অভিশাপের ব্যথা।
তুমি নিঃস্ব হয়ে যাবে একদিন, আমার প্রেমের অভিশাপ…
একদিন, একদিন… আমার প্রেমের অভিশাপ।।
সমাপ্তি
বৃষ্টির দিন হাতে কাজ নেই তাই আমার যৌবন কালের একটি লেখা গান।
হাজার ১৯৯০সালের গানটি ডাইরিতে লিপিবদ্ধ করেছিলাম আজ হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলাম কারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।
যারা প্রেম করে প্রতারিত হয়েছেন অথবা ভালোবাসায় ছ্যাকা খেয়েছেন তাদের জন্য আমার বিরহের এই গান । অথবা আমার নিজের জন্য এই গান ।