Dhaka ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ত্রাস সৃষ্টি করে শিক্ষার্থীকে অপহরণ,গ্রেফতার-১

 

 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়িতে ভাংচুর ও মা-বাবা-দাদীকে মারপিটের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে এসএসসি শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীকে উদ্ধারসহ অভিযুক্ত একজনকে পুলিশি অভিযানে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার ২৯-এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কামারদহ ইউপির বেপারীপাড়ায় এই হামলা ও অপহরণের ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাশরুবা আক্তার মিম। দুপুর ২টার দিকে হঠাৎ করে মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয় তার সঙ্গীয় ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্রুপ দেশীয় অস্ত্র, লাঠি-সোঠা নিয়ে বাড়িতে হামলা চালায়। পরে ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এসময় প্রতিবেশীদের মাঝে আতঙ্ক বিরাজ করছিল।

 

এ সময় বাঁধা দিতে গেলে বাবা মেহেরুল ইসলাম ও মা সুলতানা ফেরদৌসি লাকিকে মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে তারা ঐ শিক্ষার্থীকে টেনে হেচড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

 

ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন তিনি।

 

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ঐ শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সঞ্জয়কে (২০) গ্রেফতার ও তার কাছে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। পরে একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত সঞ্চয়কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

গোবিন্দগঞ্জে ত্রাস সৃষ্টি করে শিক্ষার্থীকে অপহরণ,গ্রেফতার-১

Update Time : ০৯:২০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

 

 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়িতে ভাংচুর ও মা-বাবা-দাদীকে মারপিটের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে এসএসসি শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীকে উদ্ধারসহ অভিযুক্ত একজনকে পুলিশি অভিযানে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার ২৯-এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কামারদহ ইউপির বেপারীপাড়ায় এই হামলা ও অপহরণের ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাশরুবা আক্তার মিম। দুপুর ২টার দিকে হঠাৎ করে মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয় তার সঙ্গীয় ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্রুপ দেশীয় অস্ত্র, লাঠি-সোঠা নিয়ে বাড়িতে হামলা চালায়। পরে ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এসময় প্রতিবেশীদের মাঝে আতঙ্ক বিরাজ করছিল।

 

এ সময় বাঁধা দিতে গেলে বাবা মেহেরুল ইসলাম ও মা সুলতানা ফেরদৌসি লাকিকে মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে তারা ঐ শিক্ষার্থীকে টেনে হেচড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

 

ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন তিনি।

 

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ঐ শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সঞ্জয়কে (২০) গ্রেফতার ও তার কাছে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। পরে একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত সঞ্চয়কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।