ইন্জিনিয়ার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে
গাজীপুর জেলা ও মহানগরের আমার বাংলাদেশ পার্টি ও এবি যুব পার্টির উদ্যোগে আজ বিকেল চারটায় পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) বলেন
যিনি শ্রম দেন তিনিই শ্রমিক। কিন্তু যারা শারীরিক পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করেন, যাদের কষ্ট দেখলে চোখ অশ্রুসিক্ত হয়, হৃদয়ে ব্যথা অনুভূত হয়, সমব্যথী হয়েও যাদের জন্য কিছু করার থাকে না সমাজের এই ভাই-বোনদের আমরা বস্তুত শ্রমিক হিসেবে চিনি। সাদাকালো নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের রক্তের রং যেমন লাল পৃথিবীজুড়ে সকল খেটে খাওয়া শ্রমিকদের শোষিত ও বঞ্চিত হওয়ার ইতিহাসও একই ধারায় প্রবহমান। বাংলাদেশে ধনবানদের মাধ্যমে দরিদ্র কৃষক শ্রমিকদের ঠকানোর, শোষণ করার ইতিহাস দীর্ঘ দিনের। পাকিস্তানীদের শোষনের হাত থেকে বাঁচার জন্য রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার ৫৪ বছর পরও শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পায়নি।
চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র শ্রমিক জনতা দীর্ঘদিন জোর করে গদিতে থাকা স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে যে প্রত্যাশায় সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরিসহ সকল অধিকার প্রতিষ্ঠার জন্য এবি পার্টি কাজ করে যাচ্ছে।
মানুষের মধ্যে মানবিকতা জেগে না উঠলে এই বৈষম্যের অবসান হবে না, শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে না।
এবি পার্টির দাবি শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে, তাদের সাথে মানবিক আচরণ করতে হবে, স্বাস্থ্য শিক্ষা সহ অন্যান্য মৌলিক সুবিধাদি তাঁদের পরিবারের জন্য নিশ্চিত করতে হবে ।
বিশেষ অতিথির বক্তব্যে পার্টির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এম আমজাদ খান বলেন শ্রমিকদের সাথে মানবিক আচরণ করতে মালিকপক্ষকে অনুরোধ করেন। তাদের ন্যায্য বেতন ভাতা বৃদ্ধির জোর দাবি জানান।
এবি যুব পার্টির আহ্বায়ক মাসুদ জমাদ্দার রানা আশা ব্যক্ত করেন গাজীপুরে যে শত শত গার্মেন্টসে লাখ লাখ পোশাক শ্রমিক রয়েছেন তাদের দাবি দাওয়া, অধিকার নিশ্চিতের মাধ্যমে এই এলাকা এবি পার্টির অন্যতম ঘাঁটিতে পরিণত হবে।
প্রকৌশলী আলমগীর হোসেন সভাপতির বক্তব্যে বলেন যে আমরা যারা শ্রম দেই আমরাই শ্রমিক।
আমরা যে সাম্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখি তা বাস্তবায়ন করতে হলে সকল মানুষকে মানুষ মনে করতে হবে। তাদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। তিনি বলেন আমার বাংলাদেশ পার্টি এই বৈষম্যের অবসানের জন্য কাজ করে যাচ্ছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবসে আরও বক্তব্য রাখেন এবি যুব পার্টির সদস্য সচিব এডভোকেট সুলতানা রাজিয়া, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি লাভলী আক্তার, সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টি কেন্দ্রীয় সমুদ্র ও জলবায়ু বিষয় সহ সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, এবি যুব পার্টি যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম, এবি পার্টি যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুর রহমান, মাও : সফিকুল ইসলাম, শ্রমিক নেতা যোবায়ের আহম্মেদ, যুব নেতা গোলাম রসুল দিনার সহ স্থানীয় নেতৃবৃন্দ।