গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায়
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন
গাজীপুর মহানগরের উদ্যোগে মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মিছিলে গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে সহস্রাধিক শ্রমিক ও শ্রমিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে। বৃহস্পতিবার (১ মে) বাসন থানাধীন চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে ফ্লাইওভার নিচে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময়
সমাবেশে অংশ নেন ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেডসহ বিভিন্ন কারখানার শ্রমিক-কর্মচারীরা। সমাবেশে সংগঠনটির গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দসহ স্থানীয় অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে শ্রমিক নেতা শফিউল আলম বলেন, “ন্যায্য দাবি তোলার কারণে শ্রমিকদের বিজিএমইএ ডাটাবেজে কালো তালিকাভুক্ত করা হচ্ছে।যার ফলে তারা অন্য কারখানায় চাকরি পাচ্ছেন না। এতে শ্রমিকদের জীবন-জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা মানবাধিকারের লঙ্ঘন। এছাড়া শ্রমিকদের বিরুদ্ধে মামলা-হামলা, বেআইনি চাকরিচ্যুতি বেড়েই চলেছে।” তিনি আরও বলেন, “চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, বন্ধ কারখানা চালু, সময়মতো মজুরি পরিশোধ নিশ্চিত, মাতৃত্বকালীন ছুটির আইন পাশসহ শ্রমিকদের ১৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য আহ্বান।
সকাল ৯টায় চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে গাজীপুরের ২০টির অধিক পোশাক কারখানার শ্রমিক, রিকশাচালক, হকারসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা যৌথভাবে মিছিল ও সমাবেশ করেন।
এদিকে গাজীপুর অন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করে।