গাজীপুর মহানগরের কাশিমপুরে সরকারি খাস জমিতে অবৈধভাবে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার(৩মে-২০২৫) সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইদুজ্জামান হিমু অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কাশিমপুর মৌজার নামাবাজার জালুয়াপাড়ায় তুরাগ নদীর তীরের ৩শতাংশ সরকারি খাস জমিতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ফাউন্ডেশন দিয়ে আরসিসি পিলালের স্থাপনা গড়ে তোলা হয়। শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করেন। উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় ৩০ লাখ টাকা।