গাজীপুরের হারিকেন এলাকায় চম্পা নামে এক নারী শ্রমিক নিহতের ঘটনায় জেরে মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকেরা। পর ঢাকা ময়মনসিং এই ঘটনায় আশেপাশে এলাকার প্রায় ৩০ টি শিল্প কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , গাজীপুরে হারিকেন এলাকায় ইন্টারলুপ বিডি লিমিটেড কারখানার চম্পা নামে এক নারী শ্রমিক সকালে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় । এই ঘটনার জেরে বিক্ষুবরা আশেপাশে কারখানা শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে । এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে যৌথ বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করো। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। মহাসড়কে শ্রমিকেরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে । পরে যৌথ বাহিনী ও শিল্প পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় । এই ঘটনার প্রেক্ষিতে আশেপাশে এলাকার ৩০টি শিল্প কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে