Dhaka ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে ৬ পা বিশিষ্ট একটি গাভীর বাচ্চা প্রসব….

 

 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মৌলভীর চর গ্রামের মোতালেব হোসেনের গাভী একটি ছয় পা ওয়ালা বাছুর প্রসব করেছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বাচ্চা প্রসবের লক্ষণ প্রকাশ পেলেও স্বাভাবিক ভাবে বাচ্চা না হওয়ায় স্থানী পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম তরফদার ও নুরুল ইসলাম বুলবুল যৌথ প্রচেষ্টায় বিকাল সাড়ে চারটায় বাচ্চা বের করতে সক্ষম হন।

 

এমন বাচ্চা প্রসবের ব্যপারে জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান

 

এটি একটি বিকলাঙ্গ বা জন্মগত ত্রুটিযুক্ত বাছুর, এটি সাধারণত ভ্রূণের বিকাশ জনিত জেনেটিক ত্রুটির কারণে হয়ে থাকে যাকে Polymelia বলা হয়। যেখানে অতিরিক্ত হাত বা পা জন্মায়। Dysplasia বা Conjoined Twins (আংশিক জোড়া যমজ)

দুইটি ভ্রূণ একত্রে বেড়ে ওঠে, কিন্তু সম্পূর্ণ পৃথক হতে পারে না।

 

মুহুর্তেই এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ বাছুরটি দেখতে গরুর মালিকের বাড়িতে ভিড় করেন। এই ধরনের বাছুর সাধারণত বাঁচে না* বা জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায়, কারণ তাদের শরীরের কাঠামো টিকে থাকার জন্য যথাযথভাবে কাজ করে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

দেওয়ানগঞ্জে ৬ পা বিশিষ্ট একটি গাভীর বাচ্চা প্রসব….

Update Time : ১২:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মৌলভীর চর গ্রামের মোতালেব হোসেনের গাভী একটি ছয় পা ওয়ালা বাছুর প্রসব করেছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বাচ্চা প্রসবের লক্ষণ প্রকাশ পেলেও স্বাভাবিক ভাবে বাচ্চা না হওয়ায় স্থানী পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম তরফদার ও নুরুল ইসলাম বুলবুল যৌথ প্রচেষ্টায় বিকাল সাড়ে চারটায় বাচ্চা বের করতে সক্ষম হন।

 

এমন বাচ্চা প্রসবের ব্যপারে জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান

 

এটি একটি বিকলাঙ্গ বা জন্মগত ত্রুটিযুক্ত বাছুর, এটি সাধারণত ভ্রূণের বিকাশ জনিত জেনেটিক ত্রুটির কারণে হয়ে থাকে যাকে Polymelia বলা হয়। যেখানে অতিরিক্ত হাত বা পা জন্মায়। Dysplasia বা Conjoined Twins (আংশিক জোড়া যমজ)

দুইটি ভ্রূণ একত্রে বেড়ে ওঠে, কিন্তু সম্পূর্ণ পৃথক হতে পারে না।

 

মুহুর্তেই এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ বাছুরটি দেখতে গরুর মালিকের বাড়িতে ভিড় করেন। এই ধরনের বাছুর সাধারণত বাঁচে না* বা জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায়, কারণ তাদের শরীরের কাঠামো টিকে থাকার জন্য যথাযথভাবে কাজ করে না।