Dhaka ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল- যুবদল নেতাসহ আটক ১০  

 

 

 

গাজীপুর মহানগরীর সদর থানার পোড়াবাড়ী মাষ্টারবাড়ী এলাকায় একটি সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও খুন করার হুমকি প্রদানের অভিযোগে ছাত্রদল এবং যুবদলের নেতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, গাজীপুর মহনগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও দক্ষিন সালনা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য বাওরাইদ এলাকার মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের ইলিসা গ্রামের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিন সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি এলাকার শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুরের কোতয়ালি থানার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা এলাকার পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারি সৈয়দপুর থানার খিয়ারপাড়া এলাকার রেজাউল করিম (৪২)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগরীর পোড়াবাড়ী মাষ্টারবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামক সমিতির অফিস রয়েছে। এই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানা’র কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। এই ঘটনায় তিনি বাদী হয়ে যৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের আশেপাশের এলাকায় থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনসহ ১০ জনকে গ্রেফতার করে। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়।

 

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে ১০ জন আটক হয়েছে।

 

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান পিপিএম জানান, গ্রেফতারকৃত ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

গাজীপুরে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল- যুবদল নেতাসহ আটক ১০  

Update Time : ০৬:৩৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

 

 

 

গাজীপুর মহানগরীর সদর থানার পোড়াবাড়ী মাষ্টারবাড়ী এলাকায় একটি সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও খুন করার হুমকি প্রদানের অভিযোগে ছাত্রদল এবং যুবদলের নেতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, গাজীপুর মহনগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও দক্ষিন সালনা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য বাওরাইদ এলাকার মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের ইলিসা গ্রামের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিন সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি এলাকার শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুরের কোতয়ালি থানার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা এলাকার পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারি সৈয়দপুর থানার খিয়ারপাড়া এলাকার রেজাউল করিম (৪২)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগরীর পোড়াবাড়ী মাষ্টারবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামক সমিতির অফিস রয়েছে। এই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানা’র কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। এই ঘটনায় তিনি বাদী হয়ে যৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের আশেপাশের এলাকায় থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনসহ ১০ জনকে গ্রেফতার করে। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়।

 

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে ১০ জন আটক হয়েছে।

 

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান পিপিএম জানান, গ্রেফতারকৃত ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।