আজ ১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর এর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. গোলাম ইকবাল বাবু পরিচালক সিটি মেডিকেল কলেজ হাসপাতাল । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আরিফ আকবর শৈবাল বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ।
সহকারি অধ্যাপক ডা. ফারহানা আফরোজ জুই ।ডা. সুমি সহকারি রেজিস্টার গাইনি বিভাগ ডা. নাসরিন আক্তার ইতি সহকারি রেজিস্টার মেডিসিন বিভাগ । ডা.সায়েম কবির সহকারি রেজিস্টার মেডিসিন বিভাগ । ডা. শাকিলা আবিদা সহকারী রেজিস্টার শিশু বিভাগ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল । মোঃ আব্দুল হামিদ জেনারেল ম্যানেজার সিটি মেডিকেল কলেজ হাসপাতাল । মোঃ আবু সুফিয়ান দর্জি সুপারভাইজার সিটি মেডিকেল কলেজ হাসপাতাল । মোছাঃ কামরুন নাহার নার্স ইনচার্জ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ।ও সকল নার্স ওয়ার্ড বয় আয়া কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে অধ্যাপক ডা. গোলাম ইকবাল বাবু বলেন আজকের এই দিনে ১৮২০ সালে আধুনিক নার্সিং পরিষেবা মাগদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয় সেবা তাই সকল নার্স দের পতি আমার আহ্বান হাসপাতালে আগত রোগীদের সেবার যেন বিঘ্ন না ঘটে সেদিকে আপনারা খেয়াল রাখবেন । অধ্যাপক ডা. আরিফ আকবর শৈবাল বলেন আজ আন্তর্জাতিক নার্স দিবস তাই আপনারা এমনভাবে আগত রোগীদের সেবা দিবেন যেন রোগীগণ মনে করে যে তাদের পরিবারের সদস্যদের কাছে আছে তিনি আরো বলেন দেশ ও বিদেশে সেবিকাদের ব্যাপক চাহিদা সেই তুলনায় আমাদের দেশের নার্স কম তিনি আরো বলেন প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় যা জীবনের সবথেকে কঠিন মুহূর্ত গুলোকে নিরাময় সান্তনা এবং পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নার্সদের অমূল্য ভূমিকার একটি সময় উপযোগী স্বারক । এই দিনটি কেবল একটি উদযাপনের চেয়ে বেশি কিছু এটি নিরাময় কারি হাত এবং নিঃস্বার্থ সেবার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাই তিনি চিকিৎসকের পাশাপাশি নার্সদের অগ্রণী ভূমিকার আহ্বান জানান । মোছাঃ কামরুন নাহার নার্স ইনচার্জ বলেন আজকের এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন যখন কোন রোগী হাসপাতালে আসে চিকিৎসকের পাশাপাশি আমাদের সেই রোগীর সেবা দিতে হয় সেবা দিতে গিয়ে অনেক সময় আমরা রিমশিম খাই তারপরও আমরা সেবা দিয়ে যায় এটি কোন পেশা না এক প্রকার মানবসেবা তিনি আরো বলেন আজকের এই দিনটি পালন করার জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই । মোঃ আব্দুল হামিদ বলেন আন্তর্জাতিক নার্স কাউন্সিল আইসিএন আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালে এই দিবসটি পালন শুরু করে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবদানের প্রতি আলোকপাত করার প্রয়োজনীয়তা স্বীকার করেন এই দিনটি কেবল একটি ঐতিহাসিক শ্রদ্ধাঞ্জলি নয় এটি এখন সচেতনতা বৃদ্ধি উন্নত কর্মপরিবেশের পক্ষে সমর্থন এবং ভবিষ্যৎ প্রজন্ম কে গর্ব ও উদ্দেশ্য সাথে এই পেশা না গ্রহণের জন্য অনুপ্রাণিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে তাই তিনি সকল নার্সদের রোগীদের সেবার প্রত্যয় নিয়ে সুদুষ্টি রাখার আহ্বান জানান । অন্যান্য চিকিৎসকগণ আন্তর্জাতিক নার্স দিবস নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করেন যা এই দিবসকে অনুপ্রাণিত করবে পরিশেষে আনন্দঘন মুহূর্তে কেক কেটে এই দিনটি উদযাপন করা হয়।