: শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী অভিযান চালিয়ে কাতান শাড়ী গজ কাপড় ও কাভার্ড ভ্যান আটক করেছে চৌকিদার টিলা বিওপি। মঙ্গলবার (১৪মে) ভোরে উপজেলার ঢালুকোনা এলাকা থেকে ২৪০ পিস কাতান শাড়ী ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় ও ১ টি ছোট কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে চৌকিদার টিলা বিওপি’ নেতৃত্বে বিজিবি’র একটি চৌকসদল অভিযান চালিয়ে ঢালুকোনা এলাকা থেকে ভারতীয় ২৪০ পিস কাতান শাড়ী ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় ও ১ টি ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মালামালের বর্তমান বাজার মুল্য ৩৯ লাখ ৮৮ হাজার টাকা।
এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার।