গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ পরিচয়ে ইজিবাইক ভাড়া নিয়ে চেতনানাশক ঔষধ খাওয়াইয়া চালককে অজ্ঞান করে মহাসড়কের পাশে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
আজ শুক্রবার ১৬/০৫/২৫ বিকালে স্থানীয়রা মঞ্জু মিয়া নামে এক ইজিবাইক চালককে অচেতন অবস্থায় মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে এবং তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কাইয়াগঞ্জ গ্রামে ও মৃত্যু আনিসুর রহমানের পুত্র।
ওই গ্রামের শরিফুল ইসলাম জানান, তার ছোট ভাই মঞ্জু মিয়ার ইজিবাইকটি পৌর শহরের চতুরঙ্গ মোড় থেকে শুক্রবার বেলা ২ টায় তিন যুবক পানিতলায় যাওয়ার কথা বলে ৫০০ টাকা ভাড়ায় নেয়। এ সময় তারা নিজেদেরকে থানা পুলিশের এসআই পরিচয় দেয়।তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির এক পর্যায়ে খাবারের সাথে চেতনা নাশক ঔষুধ খাওয়াইয়ে অজ্ঞান করে ফাঁসিতলা নামক স্থানে সড়কের পাশে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। পরে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম জানান,এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা সাপেক্ষে মামলা দায়ের করা হবে।