গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করে ‘স্মার্ট গ্রাম’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে সব শ্রেণি পেশার মানুষদের পাশাপাশি আগামী প্রজন্মকে মাদক বিমুখ করার শপথ নিয়ে স্মার্ট গ্রামের যাত্রা শুরু হল।
শুক্রবার ১৬/০৫/২৫ বিকাল ৪টায় বিরিঞ্চি গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামটিকে মাদকমুক্ত ‘স্মার্ট গ্রাম’ ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বুলবুল ইসলাম।
তিনি বিরিঞ্চি গ্রামবাসীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। গ্রামটির পাশাপাশি উপজেলাকে মাদকমুক্ত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ প্রশাসন কাজ করবে।
বিরিঞ্চি জামে মসজিদের সভাপতি মোঃসাব্বির আহম্মেদের সভাপতিত্বে এবং খতিব মাওলানা মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃআলম সরকার,জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মোঃইমরান চৌধুরী,কামদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু ইউসুফ মোঃঅলিউর রহমান,সাধারণ সম্পাদক মোঃসজল চৌধুরী।
বক্তারা বলেন, মাদক ক্ষতিকর পদার্থ যা আমাদের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শুধু ব্যক্তিকে নয়, তার পরিবার, সমাজ ও জাতিকে আক্রান্ত করে।ভবিষ্যতে গ্রামটিকে মাদকমুক্ত রাখায় তারা সকলের সজাগ দৃষ্টি কামনা করেন। যারা এর সাথে সম্পৃক্ত তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সকলে সহযোগিতার আশ্বাস দেন।