গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩-বছরের সাজা পাওয়া আসামী ৬ বছর পর গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গতকাল রবিবার ২৫-মে/২০২৫ রাত সাড়ে ৯টার দিকে উপজেলার থানা চারমাথা থেকে তাকে গ্রেফতার করে এএসআই আপেল মাহমুদ। গ্রেফতারকৃত মাসুম শেখ উপজেলার কাটাবাড়ী ইউপির মালেকাবাদ গ্রামের ওসমান শেখের পুত্র। সে প্রায় ৬ বছর যাবৎ পলাতক ছিল।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাসুম শেখের বিরুদ্ধে দুটি মামলা (২০৫/১৯ ও ১৪৩/১৯) রয়েছে। এর মধ্যে ১৪৩/১৯ মামলায় ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধের অভিযোগে সিনিয়র সহকারী জর্জ আদালত (চৌকি) গোবিন্দগঞ্জ ৩ বছরের সাশ্রম কারাদণ্ড আদেশ প্রদান করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মাসুম শেখ ৩ বছরের সাজা নিয়ে প্রায় ৬ বছর আত্মগোপন ছিল। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।