গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে উপজেলার গোহাটিতে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর কে বা কাহারা ভেংগে ফেলেছে। এ যেন ১৯৭১এর স্বাধীনতা মুছে ফেলানোর চেষ্টা।
গতকাল মঙ্গলবার ২৭মে/২৫গভীর রাতে কে বা কারা এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীর ভেংগে ফেলে। সীমানা প্রাচীর ভাঙ্গার প্রতিবাদে আজ বুধবার ২৮মে বিকেলে বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি ১৯৭১ সালের ৩০ লক্ষ্য মানুষের জীবনের বিনিময়ের চিহ্ন হিসাবে পৌর শহরের গোহাটিতে অবস্থিত। ২৭মে দিবাগত রাতে এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীর ভেংগে ফেলে।যা স্বাধীনতাকে অস্বীকার করার শামিল।
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা এক ফেসবুক পোস্টে প্রতিবাদ করে বলেন, রহস্য কী? গোবিন্দগঞ্জবাসী জানতে চায়।
শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙ্গার কথা জানাজানি হলে বুধবার বিকেলে শহীদ মিনারের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন পাতাসহ আরও অনেকে। বক্তারা বলেন, যারা ঐতিহ্যবাহী এই শহীদ মিনারের সীমানা প্রাচীর ভেংগেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা করার কথাও বলেন তারা।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙ্গার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানাকে কয়েকবার মুঠোফোনে ফোন দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।