Dhaka ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা, ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা….

 

 

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে এমন ঘটনা ঘটায় বিএনপি অঙ্গনসহ সংশ্লিষ্ট মহলে নিন্দার ঝড় বইছে।

 

আজ ৩০ শে মে (শুক্রবার) বকশীগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের ছবি কার্যালয় থেকে সরিয়ে মাটিতে ছুড়ে ফেলে রাখেন।

 

বিএনপি নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, এই ঘটনার মাধ্যমে শুধুমাত্র একজন নেতার নয়, গোটা দলের প্রতি অবমাননা করা হয়েছে। নেতাকর্মীরা দাবি করেন, বিষয়টি পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এই ধরনের আচরণ শুধু ন্যাক্কারজনকই নয়, শহীদের স্মৃতির প্রতি চরম অবমাননার শামিল। জনগণ এ ঘটনার সঠিক বিচার চায়।”

 

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপির স্থানীয় ইউনিট বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

বকশীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা, ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা….

Update Time : ০১:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

 

 

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে এমন ঘটনা ঘটায় বিএনপি অঙ্গনসহ সংশ্লিষ্ট মহলে নিন্দার ঝড় বইছে।

 

আজ ৩০ শে মে (শুক্রবার) বকশীগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের ছবি কার্যালয় থেকে সরিয়ে মাটিতে ছুড়ে ফেলে রাখেন।

 

বিএনপি নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, এই ঘটনার মাধ্যমে শুধুমাত্র একজন নেতার নয়, গোটা দলের প্রতি অবমাননা করা হয়েছে। নেতাকর্মীরা দাবি করেন, বিষয়টি পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এই ধরনের আচরণ শুধু ন্যাক্কারজনকই নয়, শহীদের স্মৃতির প্রতি চরম অবমাননার শামিল। জনগণ এ ঘটনার সঠিক বিচার চায়।”

 

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপির স্থানীয় ইউনিট বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছে বলে জানা গেছে।