বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতকর্মীদের বিক্ষোভের মুখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ইবনে আজিজ মো. নূরুল হুদাকে আটক করা হয়েছে।
আজ শনিবার ৩১-মে/২৫ সকালে ঢাকার মিরপুর-১ চিড়িয়াখানা রোডের একটি বাসা থেকে আটক করে শাহ আলী থানা পুলিশ।
এদিকে বিক্ষোভকারীদের দাবি, ভবনটিতে রংপুরের আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম অবস্থান করছিলেন। এমন তথ্যে পেয়ে গত রাত থেকে বাসাটি ঘিরে ফেলেন আন্দোলনকারীরা।
তবে পুলিশের গাফিলতিতে তারা পালিয়ে গেলেও ভবন থেকে গোবিন্দগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড.ইবনে আজিজ মো. নূরুল হুদাকে আটক করে থানায় নিয়ে যায়।