জামালপুরের মেলান্দহ উপজেলায় এক অজ্ঞাতপরিচয় নারীর মস্তক ও দুই কবজিবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার মামা-ভাগ্নে এলাকার বেলী ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় বস্তাবন্দি মরদেহটি পাওয়া যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, স্থানীয়রা ব্রিজের নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তাটি খুলে এক নারীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, “মরদেহটির মাথা ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।”
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।