গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে পূর্ব শত্রুতায় দেশীয় অস্ত্রে পরিকল্পিত হামলায় ৭ জনকে আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার ৭-জুন২০২৫, ঈদের দিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা রোডে রাজুর চা দোকানে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিরাই গ্রামের ভুক্তভোগী সাহাব উদ্দিন ওরফে রাফেল প্রতিবেশি খাজা, দুলু, অনিক, আবু বক্কর সিদ্দিক, ইমাম, শয়ন, মোহন, আশিক, আল মামুন, তৈয়ব, আরিফদের অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছে।
লিখিত এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন সন্ধ্যায় আহত রাফেল, রাজু, সোহেল রানা, বাবু, ইসমাইল, শান্ত, রাসেল ও বুলবুলদের নিয়ে রাজুর চা দোকানে চা খাচ্ছছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে পরিকল্পিতভাবে হামলা করে এলোপাথারী মারপিট শুরু করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে জখমী রাজুর মাথায় ১২টি, সোহেলের মাথায় ৩৮টি এবং বাবুর মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে। অন্যান্যরা হাড়ভাঙ্গাসহ ছেলা-ফোলা আহত হয়েছে। এ সময় হামলাকারীরা ৩টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় এবং আহতদের নানা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসারত অবস্থার অবনতি ঘটলে রাফেল, সোহেল রানা, রাজু ও বুলবুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক পাঠায়।
লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।