গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ হামলায় বসতবাড়িতে ভাংচুর ও মারপিটে মা-ছেলে আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশীয় রামদার আঘাতে রক্তাক্ত জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে মা।
ঈদের দিন ৭-জুন/২০২৫ সন্ধ্যা ৭-টার পর উপজেলার কোচাশহর ইউপির শাহাপুর (বাজার পাড়া) গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শাহিনুর রহমান প্রতিবেশি অন্তর, আতিকুল, আসিফ, শিপন, অনিক, বোরহান ও মান্নাদের অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর ছেলে মামুন বিগত ৩ বছর পর বিদেশ থেকে গত ১৮ এপ্রিল/২০২৫ দেশে ছুটি কাটাতে আসে। এ সময়ের মধ্যে নতুন বাড়ি তৈরি করাকালে অভিযুক্তরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। পরে ৫-জুন/২০২৫ মামুনকে কোচাশহর বাজারে দেখা পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা পুনরায় চাঁদার দাবিতে তাকে মারপিট করলে বাজারের লোকজন তাকে উদ্ধার করে। এর ধারাবাহিকতায় ঈদের দিন সন্ধ্যা ৭-টার পর অভিযুক্তরা দেশীয় অস্ত্রে-সস্তরে সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর বসতবাড়িতে হামলা করে। এ সময় মামুনকে মারপিট শুরু করলে তার মা বাঁধা দিতে গেলে তাকে রামদা দিয়ে পিছন থেকে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। মামুন আত্মরক্ষায় বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। ছেলের বৌ শাশুড়ির দিকে এগিয়ে আসলে তাকেও তারা আহত করে এবং বসত ঘরের বিভিন্ন রুম থেকে নগদ প্রায় ৯ লাখ টাকা এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা নেশাগ্রস্থ এবং কিশোর গ্যাংয়ের সদস্য। তারা এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে দ্রুত আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।