Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে জাতীয় নির্বাচনের দাবিতে মাঠে নেমেছেন প্রিয়াঙ্কা

: ৩১ দফা বাস্তবায়ন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবীর প্রতি জনসমর্থন আদায় করতে মাঠে নেমেছেন শেরপুর-১ আসনের সাবেক ধানের শীষ প্রতীকের প্রার্থী, শেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। মঙ্গলবার (১০জুন)
বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার চরপক্ষীমারি, বলায়েচর, চরমোচারিয়া ও লছমনপুর ইউনিয়নে গণসংযোগ করেন।
বিএনপি’র এই নেত্রী পথসভায় বক্তব্যে বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই। এটাই বিএনপি’র অবস্থান। নির্বাচন এখন জনতার দাবি। বিগত চারটি নির্বাচনে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনের নামে তামাসা করেছে আওয়ামী লীগ। দিনের ভোট রাতে নিয়েছে। আমি শেরপুর-১ আসনে ২০১৮ নির্বাচন করেছিলাম। আমার বিজয় নিশ্চিত জেনে রাতে নৌকায় সীলদিয়ে বাক্সভরে রাখে। মাত্র এক ঘন্টার ভোটে আমি ত্রিশ হাজার ভোট পেয়েছিলাম। তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচারে, মামলা হামলায় আমরা কারোর সাথে কথা পর্যন্ত বলতে পারতামনা। কারো সাথে কথা বললেই তার বিরুদ্ধে মামলা দেয়া হতো। ডিসেম্বর মাসের নির্বাচনের দাবি শুধু বিএনপি’র একক দাবি নয়, দেশের ৯০ শতাংশের বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।’ পথসভায় তিনি আরও বলেন, ‘নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই। ডিসেম্বরের পর রমজান মাস শুরু হবে, যেটি সংযম ও ধর্মীয় অনুভূতির মাস। এরপর শিক্ষার্থীদের পরীক্ষা, আবহাওয়ার প্রতিকূলতা এবং ঘূর্ণিঝড়ের সময় চলে আসবে। তাই নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই।’ এছাড়াও তিনি আরো বলেন, ‘গত ১৫ বছরে বিএনপি’র নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। কেউ মাঠে, কেউ ধান খেতে রাত কাটিয়েছেন। এত ত্যাগ-তিতিক্ষার পর দল আরো শক্তিশালী হয়েছে। এই ত্যাগই দলের সবচেয়ে বড় শক্তি।’ তিনি বলেন, শেরপুরে উন্নয়নের জন্য কোন গ্রুপিং চাইনা। আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবো।

উক্ত গণসংযোগে জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সদর থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহাম্মেদ, শহর যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলামসহ
অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

শেরপুরে জাতীয় নির্বাচনের দাবিতে মাঠে নেমেছেন প্রিয়াঙ্কা

Update Time : ০৮:২০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

: ৩১ দফা বাস্তবায়ন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবীর প্রতি জনসমর্থন আদায় করতে মাঠে নেমেছেন শেরপুর-১ আসনের সাবেক ধানের শীষ প্রতীকের প্রার্থী, শেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। মঙ্গলবার (১০জুন)
বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার চরপক্ষীমারি, বলায়েচর, চরমোচারিয়া ও লছমনপুর ইউনিয়নে গণসংযোগ করেন।
বিএনপি’র এই নেত্রী পথসভায় বক্তব্যে বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই। এটাই বিএনপি’র অবস্থান। নির্বাচন এখন জনতার দাবি। বিগত চারটি নির্বাচনে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনের নামে তামাসা করেছে আওয়ামী লীগ। দিনের ভোট রাতে নিয়েছে। আমি শেরপুর-১ আসনে ২০১৮ নির্বাচন করেছিলাম। আমার বিজয় নিশ্চিত জেনে রাতে নৌকায় সীলদিয়ে বাক্সভরে রাখে। মাত্র এক ঘন্টার ভোটে আমি ত্রিশ হাজার ভোট পেয়েছিলাম। তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচারে, মামলা হামলায় আমরা কারোর সাথে কথা পর্যন্ত বলতে পারতামনা। কারো সাথে কথা বললেই তার বিরুদ্ধে মামলা দেয়া হতো। ডিসেম্বর মাসের নির্বাচনের দাবি শুধু বিএনপি’র একক দাবি নয়, দেশের ৯০ শতাংশের বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।’ পথসভায় তিনি আরও বলেন, ‘নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই। ডিসেম্বরের পর রমজান মাস শুরু হবে, যেটি সংযম ও ধর্মীয় অনুভূতির মাস। এরপর শিক্ষার্থীদের পরীক্ষা, আবহাওয়ার প্রতিকূলতা এবং ঘূর্ণিঝড়ের সময় চলে আসবে। তাই নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই।’ এছাড়াও তিনি আরো বলেন, ‘গত ১৫ বছরে বিএনপি’র নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। কেউ মাঠে, কেউ ধান খেতে রাত কাটিয়েছেন। এত ত্যাগ-তিতিক্ষার পর দল আরো শক্তিশালী হয়েছে। এই ত্যাগই দলের সবচেয়ে বড় শক্তি।’ তিনি বলেন, শেরপুরে উন্নয়নের জন্য কোন গ্রুপিং চাইনা। আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবো।

উক্ত গণসংযোগে জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সদর থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহাম্মেদ, শহর যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলামসহ
অন্যান্যরা উপস্থিত ছিলেন।