আজ বৃহস্পতিবার (১২ জুন ২০২৫ খ্রি.) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত তিনি সকালে সালনা হাইওয়ে থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার ফোর্সদের খাবারের মেস এবং ব্যারাক ঘুরে দেখেন এবং তাদের জীবনযাত্রার মান, নিরাপত্তা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও একটি ব্রিফিং গ্রহণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স) অতিরিক্ত দায়িত্ব (অপারেশন্স-উত্তর) জনাব শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার, অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) জনাব আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া; হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) জনাব শেখ মোস্তাফিজুর রহমান; হাইওয়ে পুলিশ, গাজীপুর হাইওয়ে সার্কেল, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ জিয়া উদ্দিন খান; সালনা হাইওয়ে থানার, অফিসার ইনচার্জ জনাব কামরুজ্জামান এবং অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।