জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপরতাবাজু এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধ/র্ষ/ণে/র চেষ্টার মামলার আসামি তন্ময় বর্তমানে কারাগারে রয়েছেন। মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়।
উক্ত মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে, গতপরশু রাতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তন্ময়ের বাবা, মা ও জেঠাকে গ্রেপ্তার করে। পেশায় মাটি ও ভুট্টা ব্যবসায়ী তন্ময়ের বাবা ওই রাতেই ভুট্টা বিক্রির ৭ লাখ টাকা একটি লোহার ট্রাংকে রেখে ছিলেন।
তবে পরিবারের সদস্যরা গ্রেপ্তারের পর বাড়িটি ফাঁকা হয়ে যাওয়ায়, মাত্র দুই ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত চোরেরা সেই বাক্সটি ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।