Dhaka ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে অটো রিক্সা ও সিএনজি চালক শ্রমিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত 

 

: শেরপুরের ঝিনাইগাতীতে অটো রিক্সা ও সিএনজি চালক শ্রমিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সভাকক্ষে বিরতিহীন ভাবে চলছে ভোট গ্রহন। এতে ভোটার সংখ্যা ৪১১জন।

 

এই নির্বাচনে ৯টি পদের বিপরীতে ২২প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন, মো. বাদশা মিয়া, সহকারি নির্বাচন কমিশনার মো. শহিদুল ইসলাম।

নির্বাচন মনিটরিং করছেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান।

 

উক্ত নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হচ্ছেন,

সভাপতি পদে- হাছান আলী বড়(চেয়ার), আমিনুল ইসলাম (দোয়াত কলম), রবিউল ইসলাম (মোটর সাইকেল), আল মতিন(সিএনজি), সেক্রেটারি পদে আনোয়ার হোসেন(বাইসাইকেল), মহন মিয়া(আনারস) আনোয়ার হোসেন(চাকা), সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম (টেলিভিশন), আনোয়ার হোসেন (মোবাইল), আলমগীর হোসেন (তলোয়ার),

যুগ্ম সাধারণ সম্পাদক পদে

আলম মিয়া (চশমা), হামিদুল মিয়া(আপেল), কোষাধ্যক্ষ -পদে তাইজুল ইসলাম(মই), মিজানুর রহমান(কলসী),

সাংগঠনিক সম্পাদক পদে

মনির মিয়া(ফুটবল), শমসের আলী ভুট্টু(কবুতর),দপ্তর সম্পাদক পদে রুবেল মিয়া(গোলাপ ফুল), সুমন মিয়া (হেলিকপ্টার), প্রচার সম্পাদক পদে বিল্লাল হোসেন(বাঘ), কামাল মিয়া(রিক্সা),কার্যকরি সদস্য পদে খবির মিয়া(খেজুর গাছ), সাদ্দাম মিয়া(আম)।

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে চলছে ভোট গ্রহন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে অটো রিক্সা ও সিএনজি চালক শ্রমিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত 

Update Time : ১১:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

: শেরপুরের ঝিনাইগাতীতে অটো রিক্সা ও সিএনজি চালক শ্রমিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সভাকক্ষে বিরতিহীন ভাবে চলছে ভোট গ্রহন। এতে ভোটার সংখ্যা ৪১১জন।

 

এই নির্বাচনে ৯টি পদের বিপরীতে ২২প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন, মো. বাদশা মিয়া, সহকারি নির্বাচন কমিশনার মো. শহিদুল ইসলাম।

নির্বাচন মনিটরিং করছেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান।

 

উক্ত নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হচ্ছেন,

সভাপতি পদে- হাছান আলী বড়(চেয়ার), আমিনুল ইসলাম (দোয়াত কলম), রবিউল ইসলাম (মোটর সাইকেল), আল মতিন(সিএনজি), সেক্রেটারি পদে আনোয়ার হোসেন(বাইসাইকেল), মহন মিয়া(আনারস) আনোয়ার হোসেন(চাকা), সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম (টেলিভিশন), আনোয়ার হোসেন (মোবাইল), আলমগীর হোসেন (তলোয়ার),

যুগ্ম সাধারণ সম্পাদক পদে

আলম মিয়া (চশমা), হামিদুল মিয়া(আপেল), কোষাধ্যক্ষ -পদে তাইজুল ইসলাম(মই), মিজানুর রহমান(কলসী),

সাংগঠনিক সম্পাদক পদে

মনির মিয়া(ফুটবল), শমসের আলী ভুট্টু(কবুতর),দপ্তর সম্পাদক পদে রুবেল মিয়া(গোলাপ ফুল), সুমন মিয়া (হেলিকপ্টার), প্রচার সম্পাদক পদে বিল্লাল হোসেন(বাঘ), কামাল মিয়া(রিক্সা),কার্যকরি সদস্য পদে খবির মিয়া(খেজুর গাছ), সাদ্দাম মিয়া(আম)।

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে চলছে ভোট গ্রহন।