গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে ঘরের তালা ভেঙ্গে এক কৃষকের তিন গরু চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার জালশুকা এলাকায় আব্দুল মজিদের বাড়ী থেকে একটি গাভী ও ২টি বকনা গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আটাবহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জালশুকা এলাকার আব্দুল মজিদ তার গৃহপালিত তিনটি গরু প্রতিদিনের মতো সন্ধ্যায় গোখাদ্য খাওয়ানো শেষে গরুর জন্য নির্ধারিত ঘরে রেখে দরজায় তালা দিয়ে রাখে। এরপর বাড়ীর সকল সদস্যরা রাতের খাবার শেষে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে চারটার সময় আব্দুল মজিদের বড় ছেলে মাসুদ আলম নামাজ পড়ার জন্য উঠে তার ঘরের কেঁচি গেটে বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে তার পিতা মাতাকে ঢেকে তুললে তাদের ঘরের দড়জায়ও বাহির থেকে তালা লাগানো হয়েছে এমটা বুজতে পারে। পরে পাশের বাড়ীর লোকজন ডেকে তালাভেঙ্গে প্রথমে বড়ছেলে মাসুদ বেড় হয়ে আসে পরে ওই বাড়ীর অন্যান্য ঘরের তালা ভাঙ্গা হলে সকলেই বেড়িয়ে এসে দেখতে পায় তাদের গরু রাখার ঘরের দরজার তালা ভাঙ্গা হয়েছে এবং দরজা খোলা রয়েছে। পরে ঘরে ঢুকে দেখতে পায় ওই ঘরে রাখা তিনটি গরু দড়জার তালা ভেঙ্গে চুরেরা চুরি করে নিয়ে গেছে। গরু তিনটির অনুমানিক মুল্য প্রায় তিন লক্ষ টাকা।
ভুক্তভোগী পরিবারের সদস্য মাসুদ আলম জানায়, প্রতিদিনের মতো গরু গুলো নির্ধারিত ঘরে রেখে বাহির থেকে দড়জায় তালা দিয়ে সকলেই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে চারটার সময় আমি নামাজ পড়তে উঠে দেখি আমার ঘরের কেঁচি গেটসহ অন্যান্য ঘরে বাহির থেকে তালা লাগানো রয়েছে। পরে আমার গেটের তালা ভেঙ্গে বেড়িয়ে দেখি গরুর ঘরের তালা ভেঙ্গে আমাদের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে।
আটাবহ ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।