নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি) নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে। ইসির সব শর্ত পূরণ করে দলটি গতকাল, রবিবার (২২ জুন) সহস্রাধিক কর্মী-সমর্থকের উপস্থিতিতে এই আবেদনপত্র জমা দেয়।
দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও মহাসচিব ফাতিমা তাসনিম-এর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে গিয়ে আবেদনপত্র জমা দেন।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে ড. মোহাম্মদ রফিকুল আমীনকে আহ্বায়ক ও ফাতিমা তাসনিমকে সদস্যসচিব করে ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।