গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল তল্লাশী করে ৪কেজি ৮শ গ্রাম গাঁজাসহ শ্বাশুরী জামাইকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
আজ বুধবার ২৫-জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা চার মাথা থেকে মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় তেলের ট্যাংকি ও সিটের নিচে থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন,ফারুক হোসেন (২৮) ও নাসিমা বেগম (৪৫), আটককৃতরা নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। পুলিশ জানায় তারা সম্পর্কে জামাই শ্বাশুড়ী।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।