বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা, শেরপুরের ব্যবস্থাপনায় আজ ২৫ জুন, ২০২৫ তারিখ (বুধবার) “অনূর্ধ্ব -১২ ক্রিকেট কার্নিভাল ২০২৫” শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, শেরপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা এবং ক্যাম্প কমান্ডার, শেরপুর আর্মি ক্যাম্প ক্যাপ্টেন রাহাত- ই – রাব্বী
স্থানীয় রাজনীতিবিদ সুশীল সমাজ ও সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসন,