বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক এতিমখানার সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন তিনি।
শুধু আর্থিক অনুদান নয়, ইউএনও পিংকি এতিম শিশুদের জন্য আনেন বিশেষ উপহার—প্রতিটি শিশু পান কলম, খাতা, পেন্সিল ও সুন্দর রঙিন ছাতা। শিশুদের মুখে হাসি ফোটাতে তিনি এসব উপহার তুলে দেন নিজের হাতে।
এরপর তিনি সরাসরি প্রত্যেকটি এতিমখানা পরিদর্শন করেন। প্রতিষ্ঠানগুলোর অবস্থা ঘুরে দেখে তিনি বেশ কিছু উন্নয়নমূলক আশ্বাস দেন। বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন, আবাসন পরিস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন এই মানবিক প্রশাসনিক কর্মকর্তা।
চেক বিতরণ ও উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এতিমখানার শিক্ষক ও কর্মচারীরা।
উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকির এ ধরনের মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। তিনি শুধু প্রশাসক নন, একজন সহানুভূতিশীল মানুষ হিসেবেও মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছেন।