Dhaka ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুর ঝিনাইগাতীতে পার্টনার কংগ্রেসে ২০২৫ অনুষ্ঠিত

: শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এণ্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৯ জুন) দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শাখাওয়াত হোসেন।

 

পার্টনার প্রোগ্রাম ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সালাউদ্দিন কায়সার এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসানের সঞ্চালনায়,

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, কৃষি উদ্যোক্তা আব্দুল কাদির এবং মতিউর রহমান, প্রমুখ।

 

বক্তারা তাদের বক্তব্যে কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি যান্ত্রিকীকরণ ও টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

 

এ প্রকল্প গ্রামীণ কৃষি অর্থনীতি শক্তিশালী করে মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি গ্রামীণ রূপান্তরের বিষয়টিকেও বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেন, এই ধরনের অংশীদারিত্বমূলক কর্মসূচির মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়ন সম্ভব।

 

এসময় কৃষক, কৃষাণী, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সবশেষে কৃষির ওপর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কার্যক্রমের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

শেরপুর ঝিনাইগাতীতে পার্টনার কংগ্রেসে ২০২৫ অনুষ্ঠিত

Update Time : ০২:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

: শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এণ্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৯ জুন) দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শাখাওয়াত হোসেন।

 

পার্টনার প্রোগ্রাম ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সালাউদ্দিন কায়সার এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসানের সঞ্চালনায়,

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, কৃষি উদ্যোক্তা আব্দুল কাদির এবং মতিউর রহমান, প্রমুখ।

 

বক্তারা তাদের বক্তব্যে কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি যান্ত্রিকীকরণ ও টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

 

এ প্রকল্প গ্রামীণ কৃষি অর্থনীতি শক্তিশালী করে মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি গ্রামীণ রূপান্তরের বিষয়টিকেও বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেন, এই ধরনের অংশীদারিত্বমূলক কর্মসূচির মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়ন সম্ভব।

 

এসময় কৃষক, কৃষাণী, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সবশেষে কৃষির ওপর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কার্যক্রমের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।