বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) -তে অবৈধ নিয়োগ, বিধিবহির্ভূতভাবে ঋণ প্রদানসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় ইউজিসির বর্তমান সচিবের নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের ভিত্তি এবং যথার্থতা যাচাই করা হয়। অতঃপর ইউজিসির গেট ও রেস্টুরেন্ট সংস্কারে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি সংক্রান্ত রেকর্ডপত্র যাচাই করে দুদক টিম। এছাড়াও বুটেক্স -এর পদোন্নতি সংক্রান্ত অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র অভিযানকালে সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
👉অভিযান ০২:
রংপুর জেলার পীরগাছা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে ১০ (দশ) কোটি টাকা আত্মসাতসহ ঘর বিতরণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম পীরগাছা উপজেলার আশ্রয়ণ প্রকল্প সরেজমিন পরিদর্শন করে। অভিযানকালে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পূর্ণাঙ্গরূপে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
👉অভিযান ০৩:
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কিডনী ডায়ালাইসিস ইউনিটে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোগীদের নিকট থেকে ডায়ালাইসিস এবং মেডিকেল টেস্টে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে কি না তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। কিডনী ডায়ালাইসিস ইউনিটে ক্যাথেটার ও ফিস্টুলা করাতে এবং প্যাথলজী ল্যাবে বিভিন্ন টেস্ট করানোর ক্ষেত্রে রোগীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে সত্যতা পাওয়া যায়। এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে সক্ষম হননি। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
#এনফোর্সমেন্ট_টিম_অভিযান