বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আহ্বায়ক কমিটি নতুন নেতৃত্বের হাতে দায়িত্বভার অর্পণ করে।
বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী। আহ্বায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস এবং দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
গত ২৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত হন এই কমিটির সদস্যরা। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম ও জহুরুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ এবং মীর্জা সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন মহসীন আলী রাজু, এডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, শাহ আলম শেখ মুক্তার, গোলজার হোসেন মিটু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার।
ব্রেকিং নিউজ :
বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
-
বগুড়া জেলা প্রতিনিধি
- Update Time : ০৩:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- ২৭ Time View
Tag :
Popular Post