জামালপুরের বকশীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “উপজেলা প্রেসক্লাব”-এর নতুন কার্যালয়ের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে বকশীগঞ্জ মোড়ে অবস্থিত ক্লাবের নতুন অফিসের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা জামায়াতের আমির মো. শফিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, সাবেক অধ্যক্ষ হাসান বিন রফিক, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, এশিয়ান টেলিভিশনের বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি মোস্তফা গাজী,কার্যনির্বাহী সদস্য রিপন রাজ, হারুন উর রশিদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সবসময় দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় বিশ্বাসী। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন কার্যালয় সাংবাদিকদের কাজে আরও গতি ও পেশাদারিত্ব আনবে। বক্তারা আরও বলেন, সংকটময় মুহূর্তে সাংবাদিকরা যেভাবে সাহসের সঙ্গে কাজ করেন, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও জনস্বার্থে এই ভূমিকা অব্যাহত থাকবে বলে মত দেন বক্তারা।
উদ্বোধনী পর্ব শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় প্রশাসন ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।