ট্রাফিক গুলশান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “আধুনিক ট্রাফিক পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা”।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আনিছুর রহমান, যুগ্ম-পুলিশ কমিশনার, ট্রাফিক এডমিন (প্ল্যানিং এন্ড রিসার্চ), ডিএমপি, ঢাকা এবং সভাপতিত্ব করেন, মোহাম্মদ মিজানুর রহমান, উপ-পুলিশ কলিশনার, ট্রাফিক গুলশান বিভাগ, ডিএমপি, ঢাকা। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ট্রাফিক সহায়তা গ্রুপ অর্থাৎ ট্যাগ সদস্যদের কীভাবে পুলিশিং কার্যক্রমের সাথে আরো সক্রিয়ভাবে কাজে লাগিয়ে নাগরিক সেবা বৃদ্ধি করা যায়। এ বিষয়ে সভার প্রধান অতিথি, জনাব মোঃ আনিছুর রহমান উপস্থিত গুলশান বিভাগে কর্মরত ট্যাগ সদস্যদের প্রতি তার মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ণে তাদের কর্তব্য সম্পর্কে অবগত করেন।