গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পাটির নতুন মহাসচিব নিযুক্ত করা হয়েছে।
জাতীয় পাটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত আজ ৭ জুলাই সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে তাকে মহাসচিব হিসেবে নিয়োগ দেন।
এদিকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মহাসচিব হিসেবে নিযুক্ত হওয়ায় সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পাটিসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সকল স্তরের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে উত্তরাঞ্চলসহ সারা বাংলাদেশের জাতীয় পাটি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।