গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ও শিবপুর ইউনিয়নের পৃথক পৃথক বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৩৬) ও বুলু মিয়া ভোম্বল (৩৪) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহানারা বেগম রাখাল বুরুজের পালাশবাড়ী গ্রামের বকুল মিয়ার স্ত্রী ও বুলু মিয়া ওরফে ভোম্বল শিবপুরের কানিপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, পালাশবাড়ী গ্রামের বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া খেলায় আসক্ত ছিলেন। এ কারণে প্রায়ই তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতো। এ নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। এরই এক পর্যায়ে আজ সোমবার সকালের দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানারার ঝুলন্ত লাশ দেখা যায় এবং গৃহবধূর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে পুলিশকে খবর দেয়।
অপরদিকে, বুলু মিয়া ওরফে ভোম্বলের সাথে তার স্ত্রীর মধ্যে তেমন একটা বনিবনা না হওয়ার কারণে তিনি ঢাকায় বসবাস করতেন। গত কয়েকদিন হলো তিনি বাড়িতে আসেন। এক পর্যায়ে আজ সোমবার সকালের দিকে কানিপাড়ার গোরস্থানের পাশে একটি বাঁশঝাড়ে বুলু মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, পৃথক পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।