Dhaka ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অযৌক্তিক: ইয়াছিন ফেরদৌস মুরাদ

 

 

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ মন্তব্য করেছেন যে, জাতীয় নির্বাচনের আগে কয়েকটি রাজনৈতিক দলের স্থানীয় সরকার নির্বাচনের দাবি অযৌক্তিক। তাঁর মতে, এমন নির্বাচন দেশে হানাহানি সৃষ্টি করবে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র এবং অনেকে না বুঝেই সেই ফাঁদে পা দিচ্ছেন।

সোমবার ধামরাইয়ের সানোড়া ও সোমভাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।

মুরাদ বলেন, “দেশের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিলে দেশে হানাহানি হবে। ষড়যন্ত্রকারীরা তো এই অস্থিরতাই চায়।”

তিনি আরও উল্লেখ করেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর “অব্যাহত নিপীড়ন, হামলা-মামলা, গুম ও নির্যাতন” ছিল ইতিহাসের বর্বরতম দৃষ্টান্ত, যা জনগণ ভুলে যায়নি।

সানোড়া ইউনিয়নের সভাটি কালামপুর বাজারে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ফজলুল হক। সোমভাগ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন আফছার উদ্দিন মাস্টার।

সভায় আরও বক্তব্য দেন এম এ জলিল, আনছার আলী, আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, লোকমান হোসেন দেওয়ান, এবাদুল হক জাহিদ, শাহজাহান হোসেন শিপু, ইসমাইন হোসেন সুমন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অযৌক্তিক: ইয়াছিন ফেরদৌস মুরাদ

Update Time : ০৫:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

 

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ মন্তব্য করেছেন যে, জাতীয় নির্বাচনের আগে কয়েকটি রাজনৈতিক দলের স্থানীয় সরকার নির্বাচনের দাবি অযৌক্তিক। তাঁর মতে, এমন নির্বাচন দেশে হানাহানি সৃষ্টি করবে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র এবং অনেকে না বুঝেই সেই ফাঁদে পা দিচ্ছেন।

সোমবার ধামরাইয়ের সানোড়া ও সোমভাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।

মুরাদ বলেন, “দেশের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিলে দেশে হানাহানি হবে। ষড়যন্ত্রকারীরা তো এই অস্থিরতাই চায়।”

তিনি আরও উল্লেখ করেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর “অব্যাহত নিপীড়ন, হামলা-মামলা, গুম ও নির্যাতন” ছিল ইতিহাসের বর্বরতম দৃষ্টান্ত, যা জনগণ ভুলে যায়নি।

সানোড়া ইউনিয়নের সভাটি কালামপুর বাজারে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ফজলুল হক। সোমভাগ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন আফছার উদ্দিন মাস্টার।

সভায় আরও বক্তব্য দেন এম এ জলিল, আনছার আলী, আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, লোকমান হোসেন দেওয়ান, এবাদুল হক জাহিদ, শাহজাহান হোসেন শিপু, ইসমাইন হোসেন সুমন প্রমুখ।