আজ বৃহস্পতিবার ১০/০৭/২৫ ইং তারিখ দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার থানা চার মাথা মোড়ে প্রায় ১.৩০ মিনিট ধরে গোবিন্দগঞ্জ উপজেলার সাওতাল পল্লীদের নিয়ে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক অবরোধ করে অবস্থান করেন সমন্বয়কসহ বিভিন্ন শ্রেনীর জনগণ। এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশের তিন-চার কিলোমিটার এলাকাজুড়ে দুরপাল্লার বিপুলসংখ্যক যানবাহন আটকে পড়ে ।
খবর পেয়ে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘটনাস্থলে গিয়ে আরইপিজেড বাস্তবায়নের আশ্বাস এবং বিষয়টি সরকারকে জানানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং অবস্হানরত সবাইকে নিয়ে উপজেলা পরিষদে নিয়ে যান। এরপর বিকেলে সরকারের প্রধান উপদেষ্টার কাছে দেয়া স্মারকলিপি উপজেলা নির্বাহী নির্বাহী অফিসারের হাতে তুলে দেয়া হয়।
এই কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, গোবিন্দগঞ্জ আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক মিখাইল বেসোরা মাইকেল, যুগ্ম সাধারণ সম্পাদক সলেমোন হাজদা, সদস্য রিনা মুর্মু, আদিবাসী নেত্রী এমিলি হেমব্রম। এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আবু রায়হান রাশেদ, সার্জেন্ট আব্দুর রাজ্জাক, সার্জেন্ট আছলাম, কর্পোরাল মুস্তাক, মাকসুদ রহমান, শরিফ শুভ, আবু তাহের, শরিফ, নিসকাত, রাশেদ, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মুফতি তৌহিদুল ইসলাম তুহীন, ডাবলু, আইয়ুব হোসেন, আলী আজগর আরজ প্রমুখ।