গাইবান্ধা জেলা স্টেডিয়াম কানায় কানায় ভর্তি দর্শকের উপস্থিতিতে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট ট্রাই ব্রেকারে ৪-৩ গোলে গোবিন্দগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রানার্স আপ হয়েছে গাইবান্ধা পৌরসভা দল।
আশির দশকের রেকর্ড ভাঙ্গলো জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট/২০২৫। ইতিহাস গড়লেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। দুপুর থেকে ট্রেনে, বাসে,ভ্যানে,রিক্সা বিভিন্ন মোটরযানে ফুটবল প্রেমীদের ঢল নামে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে । খেলা শুরু হওয়ার আগে হাজার হাজার দর্শকে স্টেডিয়াম পূর্ণ হয়ে যায়। খেলোয়াড়দের নৈপূন্য দর্শকদের মন কেড়ে নেয়। এত আয়োজনের পিছনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক একেএম হেদায়তুল ইসলাম এবং দক্ষ ক্রীড়া সংগঠক শহীদুজ্জামান শহীদ সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই টুর্নামেন্ট সফল হয়েছে।