সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা-তে কন্টিনজেন্সি বাজেটের অর্থ আত্মসাৎ এবং প্রশিক্ষণরত শিক্ষকদের নিম্নমানের খাবার প্রদানসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সরেজমিনে পরিদর্শন করে। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করা হয় এবং শিক্ষক, কর্মচারীসহ অন্যান্যদের বক্তব্য গ্রহণ করা হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলি পূর্ণাঙ্গরূপে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
👉অভিযান ০২:
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দ্বারা “গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ (২য় সংশোধিত) সংরক্ষণ” শীর্ষক প্রকল্পের আওতায় ড্রেজার ও সহযোগী জলযান পরিচালনার জন্য সরবরাহকৃত জ্বালানী ডিজেল ড্রেজিং কাজে ব্যবহার না করে বাইরে বিক্রয়পূর্বক বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া কর্তৃক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া -এর ড্রেজার বিভাগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০২৪-২৫ অর্থবছরে ড্রেজার মেশিন চলাকালীন ডিজেলের অধিযাচনপত্র, লগবুক, ডিজেল সরবরাহের টেন্ডার সংশ্লিষ্ট তথ্য ও রেকর্ডপত্র, ড্রেজার চালু থাকাকালীন কর্মঘণ্টার রেজিস্টার সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়েছে। রেকর্ডপত্র যাচাই-বাছাই সাপেক্ষে টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
👉অভিযান ০৩:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়, জনবল নিয়োগ, প্রশাসনিক কার্যক্রমে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপস্থিত থাকায় অভিযানকালে টিম দায়িত্বরত ডেপুটি রেজিস্ট্রার এবং রেজিস্ট্রারের সাথে উক্ত অভিযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করে। পরবর্তীতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র/তথ্যাদি সরবরাহের জন্য অধিযাচনপত্র প্রদান করে দুদক টিম। সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পূর্ণাঙ্গরূপে পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে