বিআরটিএ, গাজীপুর -এ দালালদের সঙ্গে যোগসাজশে ঘুসের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম গাজীপুর বিআরটিএ কার্যালয়ে ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে অবস্থান নিলে একাধিক অনিয়ম ও দুর্নীতির চিত্র ধরা পরে। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ না করেও কিছু প্রার্থীকে অনৈতিকভাবে পাশ করিয়ে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় পাশ নম্বরের চেয়ে কম নম্বর প্রাপ্ত প্রার্থীকেও পাশ করানোর প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এমনকি একাধিক খাতায় একই ব্যক্তির হাতের লেখা এবং শূন্য নম্বর পাওয়ার পরও উত্তীর্ণ দেখানোর দৃষ্টান্ত অভিযানকালে উদ্ঘাটিত হয়। টিম পরিলক্ষিত করে, বেশ কিছু খাতায় নাম, রোল নম্বর, ঠিকানা না থাকলেও পাশ দেখানো হয়েছে। পাশাপাশি যেসব প্রার্থীকে ফেল করানো হয়েছে, তাদের খাতা বিআরটিএ কর্তৃপক্ষ দেখাতে ব্যর্থ হন, যা ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ বহন করে। টিম অভিযানে প্রাপ্ত তথ্যসমূহের প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের সিদ্ধান্ত চেয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।