Dhaka ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামলীতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় চাপাতি-বাইকসহ গ্রেফতার তিন*

 

 

রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও (ডিবি) বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। আল আমিন (২৮) ২। আসলাম শিকদার (২৯) ও ৩। কবির (২২)।

 

বুধবার (১৭ জুলাই ২০২৫খ্রি.) ভোর আনুমানি ৫:০০ ঘটিকায় কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এবং গত ১৪ জুলাই ২০২৫ খ্রি. কবিরকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

ডিবি সূত্রে জানা যায়, গত ১১ জুলাই, ২০২৫ সকাল ৬:০০টার দিকে জনৈক শিমিয়ন ত্রিপুরা (৩০), ধামরাইয়ে তার কর্মস্থলে যাওয়ার পথে মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাছে পাকা রাস্তার উপর তিনজন অজ্ঞাতনামা দুর্বৃত্তের কবলে পড়েন। মোটরসাইকেলে আগত দুর্বৃত্তরা চাপাতি ও হাসুয়া দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি ব্যাকপ্যাক ছিনিয়ে নেয়, যাতে ছিল নগদ ১,০০০ টাকা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ড ও অফিস আইডি কার্ড। এছাড়া তার পকেট থেকে একটি মোবাইল ফোন, পায়ের জুতা ও টি-শার্টও ছিনিয়ে নেয়। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিকটিম শিমিয়ন ত্রিপুরার অভিযোগের ভিত্তিতে গত ১২ এপ্রিল ২০২৫ খ্রি. শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু করা হয়।

 

ডিবি সূত্র জানায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। এরপর বুধবার (১৭ জুলাই ২০২৫খ্রি.) ভোরে ঢাকা, কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়।

 

গত ১৪ জুলাই ২০২৫ খ্রি. কবিরকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। কবির সরাসরি ছিনতাইয়ের সাথে জড়িত না হলেও ছিনতাইকারীদের ছিনতাইয়ের প্রয়োজনীয় অস্ত্র, অর্থ ও অন্যান্য উপকরণ সর্বরাহ করতো।

সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা শ্যামলীর ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ছিনতাইয়ের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

শ্যামলীতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় চাপাতি-বাইকসহ গ্রেফতার তিন*

Update Time : ০২:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

 

রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও (ডিবি) বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। আল আমিন (২৮) ২। আসলাম শিকদার (২৯) ও ৩। কবির (২২)।

 

বুধবার (১৭ জুলাই ২০২৫খ্রি.) ভোর আনুমানি ৫:০০ ঘটিকায় কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এবং গত ১৪ জুলাই ২০২৫ খ্রি. কবিরকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

ডিবি সূত্রে জানা যায়, গত ১১ জুলাই, ২০২৫ সকাল ৬:০০টার দিকে জনৈক শিমিয়ন ত্রিপুরা (৩০), ধামরাইয়ে তার কর্মস্থলে যাওয়ার পথে মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাছে পাকা রাস্তার উপর তিনজন অজ্ঞাতনামা দুর্বৃত্তের কবলে পড়েন। মোটরসাইকেলে আগত দুর্বৃত্তরা চাপাতি ও হাসুয়া দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি ব্যাকপ্যাক ছিনিয়ে নেয়, যাতে ছিল নগদ ১,০০০ টাকা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ড ও অফিস আইডি কার্ড। এছাড়া তার পকেট থেকে একটি মোবাইল ফোন, পায়ের জুতা ও টি-শার্টও ছিনিয়ে নেয়। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিকটিম শিমিয়ন ত্রিপুরার অভিযোগের ভিত্তিতে গত ১২ এপ্রিল ২০২৫ খ্রি. শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু করা হয়।

 

ডিবি সূত্র জানায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। এরপর বুধবার (১৭ জুলাই ২০২৫খ্রি.) ভোরে ঢাকা, কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়।

 

গত ১৪ জুলাই ২০২৫ খ্রি. কবিরকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। কবির সরাসরি ছিনতাইয়ের সাথে জড়িত না হলেও ছিনতাইকারীদের ছিনতাইয়ের প্রয়োজনীয় অস্ত্র, অর্থ ও অন্যান্য উপকরণ সর্বরাহ করতো।

সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা শ্যামলীর ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ছিনতাইয়ের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।