গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামী লিয়ন বাবুকে (২২) গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে (১৩) উদ্ধার করেছে র্যাব-১৩।
বৃহস্পতিবার ১৭-জুলাই রাত ১০টার দিকে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লিয়ন বাবু উপজেলার চাঁদপাড়া গ্রামের নয়াপাড়া (পূর্বপাড়া) এলাকার মোঃনান্নু মিয়ার ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন থেকে কিশোরীকে অপহরণের অভিযোগে তার পরিবার গত ১১ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণের সাথে জড়িত আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১৩ রংপুর বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ১৭-জুলাই রাত ১০টার দিকে র্যাব-১৩ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থানার মামলা নং- ১৯/৩১৮, তারিখঃ ১১/০৭/২৫ ইং, ধারাঃ ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর এজাহারভুক্ত পলাতক আসামী লিয়ন বাবুকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যমতে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ