: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গারো পাহাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে ভারত থেকে আনা ৮টি গরু আটক করেছে বিজিবি,
শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় হালুয়াঘাট উপজেলার আচকি পাড়া নামক স্হানে ৮টি গরু আটক করা হয়। যার সিজার মুল্য ৫ লক্ষ বিশ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধীনস্থ হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন আচকি পাড়া নামক স্থান হতে ৮টি ভারতীয় গরু আটক করা হয়। এসময় চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করে। তবে এই অভিযানের সময় বিজিবির একটি চৌকস দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।