Dhaka ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কামদিয়া সড়কে গাছ কেটে ডাকাতির চেষ্টাকালে গাড়ি উল্টে নিহত-১

 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত থানা কামদিয়া ইউনিয়নের কামদিয়া পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রীজের কাছে গতরাতে ডাকাতির উদ্দেশ্যে ৫/৭-জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেললে দ্রুতগতিতে আসা একটি আম বোঝাই থ্রী হুইলার উল্টে ঘটনাস্থলেই হেলপার নিহত হয়ে এবং ড্রাইভার আহত হয়েছে।

 

গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গেলরাত ২৪ জুলাই/২০২৫ই রাত্রী অনুমান ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রীজের কাছে ৫/৭জনের একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রী হুইলার পিকাপ ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে থ্রী হুইলার এর হেলপার সাকিবুল ইসলাম (১৪)ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সাকিবুল নওগাঁ জেলার

গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রাম মৃত সেলিম মিয়ার ছেলে।

 

এ ঘটনায় গুরুতর আহত হয় গাড়ি চালক রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬)। সে একই এলাকার নজরুল ইসলামের ছেলে।তারা নওগাঁ পত্নীতলা এলাকার আমের ভাড়া লইয়া হইতে রংপুরের উদ্দেশ্যে রওনা করেছিল।

নিহত সাকিবুল ইসলাম বুক, মাথা,থুতনি, সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম প্রাপ্ত হইয়া ঘটনাস্থলেই মারা গেছে।

 

আহত চালকের ডাক চিৎকারে স্থানীয় অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিয়া ৯৯৯ এর মাধ্যমে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে বৈরাগীর হাট তদন্ত থানা ইনচার্জ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া মৃতদেহটি উদ্ধার করে। আহত গাড়ি চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

কামদিয়া সড়কে গাছ কেটে ডাকাতির চেষ্টাকালে গাড়ি উল্টে নিহত-১

Update Time : ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত থানা কামদিয়া ইউনিয়নের কামদিয়া পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রীজের কাছে গতরাতে ডাকাতির উদ্দেশ্যে ৫/৭-জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেললে দ্রুতগতিতে আসা একটি আম বোঝাই থ্রী হুইলার উল্টে ঘটনাস্থলেই হেলপার নিহত হয়ে এবং ড্রাইভার আহত হয়েছে।

 

গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গেলরাত ২৪ জুলাই/২০২৫ই রাত্রী অনুমান ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রীজের কাছে ৫/৭জনের একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রী হুইলার পিকাপ ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে থ্রী হুইলার এর হেলপার সাকিবুল ইসলাম (১৪)ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সাকিবুল নওগাঁ জেলার

গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রাম মৃত সেলিম মিয়ার ছেলে।

 

এ ঘটনায় গুরুতর আহত হয় গাড়ি চালক রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬)। সে একই এলাকার নজরুল ইসলামের ছেলে।তারা নওগাঁ পত্নীতলা এলাকার আমের ভাড়া লইয়া হইতে রংপুরের উদ্দেশ্যে রওনা করেছিল।

নিহত সাকিবুল ইসলাম বুক, মাথা,থুতনি, সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম প্রাপ্ত হইয়া ঘটনাস্থলেই মারা গেছে।

 

আহত চালকের ডাক চিৎকারে স্থানীয় অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিয়া ৯৯৯ এর মাধ্যমে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে বৈরাগীর হাট তদন্ত থানা ইনচার্জ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া মৃতদেহটি উদ্ধার করে। আহত গাড়ি চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।